দেশজুড়ে

রাজশাহীতে ক্যারেটের গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

রাজশাহীর বাঘা উপজেলার একটি ক্যারেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া মুনসুরের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তার হাদিমা খান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। ক্ষতি নির্ণয়ের কাজ চলছে। তবে গোডাউন যেহেতু বড় ছিল, ক্ষতিও বেশি হবে স্বাভাবিক।

গোডাউন মালিক মুনসুর আলী বলেন, হঠাৎ আগুন দেখতে পেয়ে আমাকে খবর দেওয়া হয়। এখানে প্রায় কোট টাকার ওপরে ক্যারেট মজুত ছিল। এগুলো পুড়ে গেছে।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম