জাতীয়

ঈদে গ্রামে যাওয়া নাগরিকদের যে বার্তা দিলেন মেয়র আতিক

পবিত্র ঈদুল ফিতরের বেশিদিন বাকি নেই। তাই গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে অনেকেই ঢাকা ছাড়ছেন।

তবে গ্রামে যাওয়ার আগে নাগরিকদের সচেতনতামূলক বার্তা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন

টাঙানো হয়েছে বাস ভাড়ার তালিকা, অতিরিক্ত নিলেই ব্যবস্থা উত্তরবঙ্গের বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

শনিবার (৬ এপ্রিল) ডিএনসিসির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আসছে ঈদ। ঈদ আনন্দ ভাগ করে নিতে নাড়িরটানে অনেকেই বাড়ি ফিরছেন। বাসা-বাড়ি, স্কুল-কলেজসহ সব প্রতিষ্ঠানের যাবতীয় নিরাপত্তা ছাড়াও আরও কিছু বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ছাদ, বেজমেন্ট, বারান্দা, ফুলের টব, ফ্রিজের ট্রেসহ কোথাও কোনো পানি জমছে কি না তা নিশ্চিত হওয়া। কমোডের ঢাকনাটি যথাযথভাবে লাগিয়ে রাখা। কারণ আপনার অনুপস্থিতিতে এই স্থানগুলো হয়ে উঠতে পারে প্রাণঘাতী এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত জায়গা। তাই নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।’

এমএমএ/জেডএইচ/