দেশজুড়ে

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী রানীকে অপহরণ করা হয়েছে। অপহরণের তিন দিন অতিবাহিত হলে রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি।অপহৃত চৈতী রানী উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের জয় প্রকাশ সরকারের মেয়ে।অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার স্বাব্দী মন্দির পাড়া গ্রামের বাসিন্দা অনুকুল প্রায়ই তার নানা বাড়ি হাতীবান্ধার দইখাওয়া গ্রামে যাতায়াত করতো। আর সেই সুবাদে অনুকুলের নজর পড়ে দইখাওয়ার হোটেল শ্রমিক জয়া প্রকাশ সরকারের মেয়ে চৈতী রানীর উপর। এরপর অনুকুল তার মামা মনমোহনকে দিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখান করে পরিবার। মূলত সে কারণেই অনুকুল ও তার সহযোগীরা চৈতীকে অপহরণ করেছে বলে দাবি পরিবারের।অপহৃত চৈতী রানীর বাবা বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে পরদিন হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন ঠিকই। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে মামলাটি নথিভুক্ত করেনি বলে জানান জয় প্রকাশ সরকার।গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মেদ হোসেন রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চৈতী রানী স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী। তাকে এভাবে তুলে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মেয়েটিকে উদ্ধারে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জাগো নিউজকে জানান, মেয়েটি উদ্ধার করা এবং  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রবিউল হাসান/এআরএ/এবিএস