বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে দশম শ্রেণির দুই স্কুলছাত্রকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা বর্তমানে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আহত সাদ্দাম হোসেন ও ইমতিয়াজ আহমেদ দীপু মহীপুর এলাকার সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।আহতদের উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহতরা হলেন, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমান নগর এলাকার আব্দুল করিমের ছেলে স্কুলছাত্র সাদ্দাম হোসেন ও পৌর-শহরের টাউন কলোনীর মোস্তফা কামালের ছেলে ইমতিয়াজ আহমেদ দীপু (১৬)। রোববার দুপুরে এ ঘটনায় সাদ্দাম হোসেনের চাচা মজনু মিয়া বাদি হয়ে মহিপুর জামতলা এলাকার মাহ আলমের ছেলে রকি ও স্বাধীনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনের নামে থানায় মামলা দায়ের করেছে।মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে স্থানীয় সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিল সাদ্দাম হোসেন ও ইমতিয়াজ আহমেদ দীপু।অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলা করায় রকি, স্বাধীনসহ অন্য যুবকদের বাধা দেয়ায় এই দুই স্কুলছাত্রের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। আর এরই জের ধরে শনিবার সন্ধ্যার দিকে এই দুই স্কুল ছাত্রের ওপর মহিপুর বাজার এলাকায় রকির নেতৃত্বে লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এসময় তাদের কুপিয়ে মারাত্মক আহত করা হয়।শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরফান মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।এআরএ/এবিএস