দেশজুড়ে

গাবতলীতে আ.লীগ-বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী ফকিরের নির্বাচনী ক্যাম্পে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে ক্যাম্পে রাখা টেবিল বেঞ্চ-কাপড় ও নৌকা প্রতীকের পোস্টার পুড়ে ছাই হয়ে গেছে। আর এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।রোববার ভোরে কালাইহাটা আনন্দ বাজারস্থ নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিকেলে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী ফকির জানান, প্রতিদিনের মতো ওই নির্বাচনী ক্যাম্পে ভোটের আলোচনা শেষে সকলেই বাড়িতে চলে যায়। এরপর ভোরে দুর্বৃত্তরা ক্যাম্পে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পে রাখা টেবিল, বেঞ্চ, কাপড় ও নৌকা প্রতীকের পোস্টার ও শেখ হাসিনার ছবি পুড়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে, একই উপজেলার মহিষাবান উত্তর পাড়ায় গভীর রাতে বিএনপি মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোতাহার হোসেনের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে করে কাপড় ও পোস্টার পুড়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে। এআরএ/পিআর