দেশজুড়ে

বগুড়ায় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে ছুরিকাঘাত

বগুড়ার গাবতলীতে ইউনিয়ন বিএনপির সভাপতি বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজার রহমান রঞ্জুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত মোস্তাফিজার রহমান রঞ্জু গাবতলী উপজেলার নারুয়ামালা গ্রামের মৃত আব্বাস আলী প্রামাণিকের ছেলে।রঞ্জুর পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ি থেকে নাড়ুয়ামালা যাবার পথে কতিপয় দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ মাহমুদ খান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এআরএ/পিআর