দেশজুড়ে

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ৩০ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় তিন কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকার টোল আদায় করা হয়েছে। এ সময় সেতুতে ৪৭ হাজার ৭৫৫টি পরিবহনের পারাপার হয়।

বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮টি বুথে এ টোল আদায় করা হয়।

সেতুর টোল প্লাজা ও পুলিশ সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হয়। তবে ঈদের ছুটিতে যানবাহনের চাপ দ্বিগুণেরও বেশি বেড়ে যায়।

এদিকে আজ সকাল থেকে যানবাহনের চাপ কমেছে। এখন স্বাভাবিকের চেয়েও অনেক কম যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, এখন মহাসড়কে যানবাহনের চাপ নেই। নির্বিঘ্নে যানবাহন চলছে।

এম এ মালেক/এফএ/জেআইএম