নড়াইলের গাছবাড়িয়ায় ধর্ষণের দায়ে বাদশা মোল্যাকে (৪০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম আজম এ দণ্ডাদেশ দেন। বাদশা মোল্যা বর্তমানে কারাগারে রয়েছেন।মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের মার্চে লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের বাদশা মোল্যা পাঁচ বছরের শিশুকে মুখ বেঁধে বাড়ির পাশের ক্ষেতে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে মামলা মামলা দায়ের করেন। রোববার দুপুরে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাফিজুল নিলু/এআরএ/পিআর