আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৪

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। এ বিষয়ে ‘স্পষ্ট ইঙ্গিত’ রয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সমর্থন আদায়ের জন্য সম্প্রতি কূটনৈতিক প্রচারণা শুরু করেছেন তিনি।

৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের মাটিতে হামলা করতে পারে ইরানগোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করতে পারে ইরান। মার্কিন সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তেল আবিব।

ইরানের প্রতিশোধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনাইরানের প্রতিশোধের আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের জেনারেলসহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল।

Advertisement

ইসরায়েলে কর্মরতদের ওপর ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রেরইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে কর্মরত নিজ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, অধিকতর সতর্কতার অংশ হিসেবে দূতাবাস কর্মীদের জেরুজালেমের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

পাকিস্তানে হঠাৎ ভিপিএনের চাহিদা দ্বিগুণ২০২৪ সালে বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি সময় ইন্টারনেট সেবা বন্ধ ছিল, তাদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। এর ফলে দেশটিতে আগের বছরগুলোর তুলনায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের চাহিদা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

বিএসএফ’কে দিয়ে যারা অত্যাচার করায়, তাদের ভোট দেবেন না: মমতাবিএসএফ’কে দিয়ে সীমান্তে যারা অত্যাচার করছে, এনআইএ, ইডি, সিবিআই’র মতো কেন্দ্রীয় সংস্থা দিয়ে মা-বোনদের যারা নির্যাতন করছে, তাদের আপনারা একটি ভোটও দেবেন না। কোচবিহারে নির্বাচনী সভায় এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সাগরে চীনের আধিপত্য নিয়ে ৩ দেশের গভীর উদ্বেগওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-জাপান ও ফিলিপাইনসের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণ চীন সাগরে চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশ তিনটির নেতারা।

Advertisement

পম্পেই নগরীতে নতুন পেইন্টিংয়ের খোঁজজমাটবদ্ধ লাভা ও পুরু ছাইয়ের তলায় চাপা পড়েছিল উঁচু দেওয়ালের ঘরটি। সেই আস্তরণ সরাতেই বেরিয়ে এল ঝলমলে পেইন্টিং বা ফ্রেস্কো, দু’হাজার বছর আগের কোনো নাম না জানা শিল্পীদের অপূর্ব কীর্তি।

উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচলো ৩ নাবিকেরনির্জন ছোট্ট দ্বীপে সমুদ্রপথে সাহায্যের আশা নেই। কপাল জোরে সাহায্য যদিও আসে, তা হয়তো আসবে আকাশপথে। সেই আশায় সাদা বালির সৈকতে পাম গাছের বড় বড় পাতা সাজিয়ে লিখেছিলেন ইংরেজি ‘হেল্প’ শব্দটি। আর তা দেখেই আটকেপড়া তিন নাবিককে খুঁজে পায় মার্কিন নৌবাহিনী।

কেএএ/এএসএম