দেশজুড়ে

পাবনায় ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী নিহত

পাবনা শহরের ব্যস্ততম খান বাহাদুর শপিং মলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিমন হোসেন (২৫) নামের এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিমন পাবনা পৌর এলাকার রাধানগর মহল­ার আবুল হোসেনের ছেলে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল­াহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব শক্রতার জের ধরে রিমনকে কয়েকজন দুর্বৃত্ত উপুর্যপুরি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন জানান, রিমন পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিল। পূর্ব শক্রতার কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এদিকে রিমনের হত্যার খবরে শহরে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। রিমন নিউ মার্কেটে ডায়না ফ্যাশন নামের একটি পোশাকের দোকানের কর্মচারী ছিল।একে জামান/বিএ