জাতীয়

পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

রাত পোহালেই পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩১ বরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পহেলা বৈশাখ ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর কিছু সড়কে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।

Advertisement

শনিবার (১৩ এপ্রিল) ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের মিডিয়া শাখা থেকে বিষয়টি জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন করে দেওয়া হবে।

এরই মধ্যে রমনা বটমূল এলাকায় এ ডাইভারশনের একটি স্কেচ ম্যাপ টানিয়েছে ঢাকা মহানগর পুলিশের রমনা ট্রাফিক বিভাগ। স্কেচ ম্যাপ অনুযায়ী, বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিংয়ে ডাইভারশন দেওয়া হয়েছে।

Advertisement

তবে যানবাহন চলাচলের বিকল্প রাস্তা হিসেবে মিরপুর-ফার্মগেট হয়ে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে পৌঁছাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে, জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে এবং শান্তিনগর-রাজমণি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহনকে নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাতে বলা হয়েছে।

এর বাইরে পার্কিংয়ের জন্য নৌবাহিনী তথ্যকেন্দ্র থেকে হলি ফ্যামিলি পর্যন্ত, জিরো পয়েন্ট থেকে ইউবিএল এবং আব্দুল গনি রোড, মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমির গলি, সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব, কাঁটাবন থেকে নীলক্ষেত ও পলাশী, দোয়েল চত্বর থেকে শহিদুল্লাহ হল পর্যন্ত পার্কিং করতে বলা হয়েছে।

এমএমএ/এমকেআর/এমএস

Advertisement