রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে নিখোঁজের ৩ দিন পর শিশু ফাহাদ (৭) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল ৮টার দিকে হাবাসপুর ইউনিয়নের চর আফরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পাংশা থানা পুলিশ।নিহত শিশু ফাহাদ ওই ইউনিয়নের হাসেম মন্ডলের ছেলে।পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসীর কাছে শুনে মরদেহটি উদ্ধার করেন। তবে কি কারণে বা কিভাবে শিশুটি নিখোঁজ হয়েছিল তা জানা যায়নি। রুবেলুর রহমান/এসএস/এমএস