বগুড়ায় গরুর পচা কলিজা বিক্রি করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Advertisement
রোববার (১৪ এপ্রিল) দুপুরে শহরের কলোনি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী৷
তিনি জানান, এক ভোক্তা অভিযোগ করেন এ বাজারের মাংস বিক্রেতা বাদশা তার নিকট গরুর পচা কলিজা বিক্রি করেছেন। তাৎক্ষণিকভাবে সরেজমিনে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। বাজার কমিটির সভাপতি এবং জনসাধারণের সামনে তিনি অপরাধ স্বীকার করেন। সে প্রেক্ষিতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট বাজার কমিটি অভিযুক্ত মাংস বিক্রেতাকে বাজার থেকে বহিষ্কার করেছে এবং তার ব্যবসা বন্ধ করে দিয়েছেন।
Advertisement
এনআইবি/জেআইএম