অবজ্ঞা, অবহেলা আর নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। সময় মতো টিকিট না পাওয়া ও চেম্বারে ডাক্তার না পেয়ে চিকিৎসা না নিয়েই শহর এবং গ্রাম থেকে আসা অনেক রোগীকে চলে যেতে হচ্ছে। সোমবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এমনই চিত্র দেখা গেল হাসপাতালে।সকাল ৮ টায় যেসব ডাক্তারের চেম্বারে বসে চিকিৎসা দেয়ার কথা ছিল সকাল ৯টা পর্যন্ত তাদের দেখা মেলেনি। অপরদিকে, ৯টা পর্যন্ত নারী ও শিশু কাউন্টারে টিকিট মাস্টার না থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে।দীর্ঘ সময় নারী ও শিশু কাউন্টারে টিকিটের অপেক্ষায় থাকা রোগী রওশন আরা জানান, তিনি সদর উপজেলার হরিরামপুর থেকে এসেছেন সকাল সাড়ে ৭ টায়। টিকিটের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে এক সময় মেঝেতে বসেছেন। তার মতো রুবিলা, শংকরি, জরিনাসহ ৪০ জন অপেক্ষা করছিলেন টিকিটের জন্য।ডেন্টাল সার্জন ডা. ওমর আলী সরদার ১২ নম্বর রুমে সকাল ৮ টায় চেম্বার খুললেও সকাল সাড়ে ৮ টায় রোগী দেখা শুরু করেন। এ সময় প্রায় ১৫ জন রোগী চিকিৎসা নেয়ার জন্য অপেক্ষা করছিলেন।অপরদিকে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. দিলরাজ বানু ও মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নাঈমের ৩ নম্বর রুমে রোগী দেখার কথা। সাড়ে ৯টা পর্যন্ত ডাক্তারের দেখা মেলেনি। তবে ১০টার দিকে রোগী দেখবেন বলে জানা গেছে। এ সময় সদরের চকবাড়িয়া থেকে আসা জাহানারা বেগম (৬০) চিকিৎসা নেয়ার জন্য অপেক্ষা করছিলেন।সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনজুমান আরাকে সকাল ৯ টা পর্যন্ত তার অফিসে না পাওয়ায় কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এসএস/এমএস