দেশজুড়ে

বর্জ্য পোড়ানোর কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্প কারখানার বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অল ট্রেড নামে একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।

Advertisement

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামের ওই কারখানার বিরুদ্ধে। এরপর কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে চালানোর অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন বলেন, কারখানাটির বিরুদ্ধে অবৈধভাবে বর্জ্য পুড়িয়ে পরিবেশের ক্ষতি সাধনের অভিযোগ ছিল। অনুমোদন না নিয়ে কারখানা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম

Advertisement