খেলাধুলা

যা করেছি, তার জন্য অনুশোচনা নেই: গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

Advertisement

নির্ধারণে সময়ে ১-১ সমতায় খেলা শেষ করার পর টাইব্রেকার শ্যুটআউটে সিটিকে ৪-৩ ব্যবধানে হারায় রিয়াল। এই ম্যাচে মূলত, রিয়ালের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার কাছেই পরাজয় হয় সিটির।

প্রথম লেগে ৬ গোলের থ্রিলার ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল। যে কারণে দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় ৪-৪ সমতা।

তবে রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পরও কোনো আক্ষেপ-অনুশোচনা নেই সিটি কোচ পেপ গার্দিওলার। ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে গার্দিওলা জানিয়েছেন, রিয়ালের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলাকে বিচার করতে চান না। সিটি যেভাবে খেলেছে তাতেও তার কোনো অনুশোচনা নেই।

Advertisement

গার্দিওলা বলেন, ‘আমরা জিততে চেয়েছিলাম।কিন্তু রিয়াল মাদ্রিদকে অভিনন্দন। আমরা সবকিছু করেছি। তাই আমরা যা করেছি তার জন্য আমার কোন অনুশোচনা নেই।’

তিনি বলেন, ‘আমরা ব্যতিক্রমী খেলা খেলেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। সুতরাং যা হওয়ার তাই হয়েছে। খেলোয়াড়রা যেভাবে খেলেছে, আমি তাদের হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু ফুটবল মানেই জেতা কিন্তু আমরা তার যথেষ্টা সবকিছু করতে পারিনি। যে কারণে আমরা ব্যতিক্রমী ছিলাম।’

রিয়াল রক্ষনাত্মক ভঙ্গিতে খেলা নিয়ে গার্দিওলা বলেন, ‘আমি বিচার করি না। আমরা অতীতে এই ধরনের প্রতিপক্ষ পেয়েছি। কিছু দল বেশি উপরে উঠে খেলে. আবার কেউ নিচের দিকে খেলে। তারা জানে যে, এটি একটি কঠিন মাঠে আসা এবং তারা চেষ্টা করেছে। আমরা সত্যিই তাদের চাপে রেখেছি; বিশেষ করে দ্বিতীয়ার্ধে।’

সিটি কোচ আরও বলেন, ‘আমরা বক্সের কিনারায় ছিলাম এবং এই এরিয়ার বাইরে থেকে প্রচুর শট পেয়েছি। কিন্তু আমরা তা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আমরা যা করতে পারি তা করেছি। কিন্তু শেষ পর্যন্ত মাদ্রিদ যা করতে পেরেছে আমরা তা করতে পারিনি।’

Advertisement

এদিন শ্যুটআউটে নেমে প্রথম ৩ শটের দুটিই মিস করে সিটির বার্নাডো সিলভা ও মাতেও কোবাসিস। অপরদিকে প্রথম ৩ শ্যুটের দুটিতেই গোল করে রিয়াল। যে কারণে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ২-১। এরপর চতুর্থ শটেও গোল করে রিয়াল। সিটিও চতুর্থ শ্যুটে গোল পায়। রিয়ালের জয় নির্ধারিতকারী শেষ শ্যুট এসে সফল হন অ্যান্টনিও রুডিগার। ফলে অতিথিদের জয় নিশ্চিত হয় ৪-৩ ব্যবধানে।

গতকাল ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে সিটি। আক্রমণেও তারা ছিল এগিয়ে। তবে ম্যাচের ১২ মিনিটেই গোল পেয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রসে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

রদ্রিগোর সেই গোল শোধ করতে বুক মাটিতে লেগে যায় সিটির। আক্রমণ করেও বারবার ব্যর্থ স্বাগতিকরা। রদ্রিগোর গোলের পরই পাল্ট আক্রমণ করেন আর্লিং হালান্ড। এরপর আরও বেশকিছু সুযোগ মিস করেন জ্যাক গ্রিলিস। এছাড়া সুযোগ এসেছে ফিল ফোডেনের কাছেও।

তবে শেষ পর্যন্ত ম্যাচের ৭৬ মিনিটে সেই গোল শোধ করেন কেভিন ডি ব্রুইনা। ডানপায়ের দারুণ শটে রিয়ালের জাল কাঁপান বেলজিয়ামের এই তারকা ফুটবলার।

রিয়ালের কাছে হেরে প্রথম কোনো ক্লাব হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ান্স লিগের শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে সিটি। তবে ট্রেবল ধরে রাখতে ব্যর্থ হলেও তাদের সামনে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

সিটিকে হারিয়ে এদিন দারুণ একটি প্রতিশোধ নিয়েছে রিয়াল। গত মৌসুমে সেমিফাইনালে রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে বিদায় করেছিল সিটি। এবার সিটিকে কাঁদিয়ে সেমিতে গেছে রিয়াল।

এমএইচ/এএসএম