দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আশুগঞ্জ গোলচত্তর এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- পুলিশ সদস্য মো. মিজান মিয়া (৩৫), প্রাইভেটকারের যাত্রী মারুফুর রহমান (৪২), জসিম (৩০), লিজা (০৫) ও রাইজা (০৬)। যাত্রীদের সবার বাড়ি হবিগঞ্জে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ ৩৫-৮৩৪৯) সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্তর এলাকায় ঢুকে পড়ে। এ সময় গোলচত্বরের ভিতরে থাকা পুলিশ সদস্য মিজান মিয়াকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা একই পরিবারের চার সদস্যসহ মিজান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ডে-নাইট হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।