খেলাধুলা

১২ জন খেলানোর নিয়ম নিয়ে ক্ষোভ রোহিতের

বিশ্বের একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলেই আছে ‘ইমপ্যাক্ট-সাব’ নামে একটি বিরল নিয়ম। যেই নিয়মে এক দলে ১২ জন ক্রিকেটারকে খেলানো যায়। অর্থাৎ কোনো দল ইচ্ছে করলে এক ক্রিকেটারকে বোলিং করিয়ে তার বদলে আরেক ক্রিকেটারকে ব্যাটিংয়ে নামাতে পারবেন।

Advertisement

তবে আইপিএলের এই বিরল নিয়ম মানতে পারছেন না খোদ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ১২ জন খেলানোর নিয়মে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।

‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের একটি পডকাস্টে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলোচনা চলাকালে রোহিত বলেন, ‘ আমি ইমপ্যাক্ট-সাব নিয়মের ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। আর দিন শেষে ক্রিকেটে ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন।’

অলরাউন্ডারদের বিষয়কে সামনে এনে রোহিত বলেন, ‘আপনি যদি সত্যিকার অর্থে এর শুধু ক্রিকেটীয় দিকটি দেখেন…. আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। ওয়াশিংটন সুন্দর, শিবম দুবের মতো ছেলেরা বোলিং করতে পারছে না। যা আমাদের (ভারত দলের) জন্য ভালো জিনিস নয়।’

Advertisement

যদিও গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকাকালে রোহিত জানিয়েছিলেন, ইম্প্যাক্ট-সাব নিয়ম অলরাউন্ডারদের কোনো ক্ষতি করবে না। অলরাউন্ডাররা তো তাদের কাজ করবেনই।

তবে ইম্প্যাক্ট-সাব নিয়ে সমালোচনা করলেও এর কোনো সমাধান নেই রোহিতের কাছে। এ বিষয়ে মুম্বাইয়ের ব্যাটার বলেন, ‘আমি জানি না, এটি নিয়ে আপনি আসলে কী করতে পারেন। তবে আমি এর ভক্ত নই।’

এমএইচ/জিকেএস

Advertisement