প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শেষে আবাহনী ও মেরিনার্সের পয়েন্ট সমান ৩৭ হওয়ায় শিরোপা নির্ধারণের জন্য প্লে-অফ ম্যাচের দিনক্ষণ ঠিক করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন।
Advertisement
আগামীকাল (রোববার) বিকাল ৪টায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে দুই দলকে চিঠি দিয়েছে লিগ কমিটি। তবে এই দিন প্লে-অফ ম্যাচটি হচ্ছে না, তা নিশ্চিত। কারণ দুই প্রতিপক্ষ মেরিনার্স ও আবাহনী রোববার ম্যাচ খেলবে না বলে চিঠি দেবে বাংলাদেশ হকি ফেডারেশনকে।
আবাহনীর ম্যানেজার মাহবুব হারুন শনিবার দুপুরে জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমাদের চারজন খেলোয়াড় বিমানবাহিনী সদস্য। বিমানবাহিনী টুর্নামেন্ট খেলতে ভারত যাচ্ছে। আমাদের যে চারজন বিমান বাহিনী দলের সাথে ভারত যাচ্ছেন, তার দুজনই গোলরক্ষক। গোলরক্ষক ছাড়া তো আর আমরা খেলতে পারবো না। তাই বিকেলে ফেডারেশনকে চিঠি দিচ্ছি ম্যাচটি যেন পরে আয়োজন করা হয়।’
আবাহনীর প্রতিপক্ষ মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা বলেন, ‘আমাদের দুজন বিমানবাহিনীর হয়ে খেলতে ভারত যাচ্ছেন। বিদেশি খেলোয়াড়রাও চলে যাচ্ছেন। তাই রোববার আমরাও খেলব না এই মর্মে বিকেলেই ফেডারেশনকে চিঠি দিচ্ছি।’
Advertisement
উল্লেখ্য, শুক্রবার মোহামেডান ও আবাহনীর ম্যাচটি মারামারি ও লাল কার্ডের কারণে পণ্ড হয়ে যায়। ম্যাচের ১৮ মিনিট বাকি থাকতে লাল কার্ডের প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানায় মোহামেডান। তাতে আবাহনীকে ৫-০ গোলে বিজয়ী ঘোষণা করেন আম্পায়ার।
আবাহনীর জয় তাদের পয়েন্ট দাঁড়ায় ৩৭, যা মেরিনার্সের সমান। মোহামেডান জিতলেই চ্যাম্পিয়ন হতো। তারা যখন না খেলে মাঠ থেকে বেরিয়ে যান, তখন আবাহনীর বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে ছিল সাদা-কালোরা।
আবাহনী-মেরিনার্স দুই ক্লাবই ম্যাচটি বিমানবাহিনী দল ভারত থেকে ফিরে আসার পর খেলতে চায়। তাহলে দুই সপ্তাহের ব্যাপার। যার অর্থ শেষ পর্যন্ত প্লে-অফ ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। কোনো দলই হয়তো ঝুঁকি নিতে চাইবে না। তখন যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে। অতীতেও এভাবে বাইলজ লঙ্ঘন করার অভিযোগ আছে হকিতে।
আরআই/এমএমআর/জেআইএম
Advertisement