দেশজুড়ে

অনিয়ম বন্ধে ঢাকা-আরিচা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অযান্ত্রিক যানবাহন, থ্রি হুইলার চলাচল ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

Advertisement

শনিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল নূর ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিআরটিএ ও ঢাকা জেলা পুলিশের যৌথ উদ্যোগে চলে এ অভিযান।

ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী যাতায়াতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিআরটিএর মাধ্যমে নিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালকসহ মহাসড়কে ওভার স্পীডে চলাচলরত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে অসঙ্গতি পাওয়ায় ১০টি মামলায় তিনটি যানবাহন ডাম্পিংসহ মোট ৩৮৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

এ বিষয়ে তাসমীয়া জায়গীরদার জাগো নিউজ বলেন, সড়কের শৃঙ্খলা রক্ষা করতে ও অনিয়ম বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

মাহফুজুর রহমান নিপু/এনআইবি/এএসএম