রাজধানী জিগাতলায় একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে মো. রফিকুল ইসলাম রফিক (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০এপ্রিল) দুপুর দেটটার দিকে এ দুর্ঘট ঘটে।
Advertisement
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
রফিককে নিয়ে আসা তার সহকর্মী মোহাম্মদ শাহিন মিয়া জানান, দুপুরে রফিক জিগাতলার একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Advertisement
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম