জাতীয়

মিরপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ, তিন কিশোর গ্রেফতার

রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের পাশে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা কিশোর হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না।

Advertisement

শনিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মদ।

ওসি সাব্বির আহম্মদ জানান, গ্রেফতার সবার বয়স ১৮ বছরের কম। ভাসমান জীবনযাপন করে, মাদকাসক্ত। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৯ এপ্রিল) ভুক্তভোগীর মা বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন।

তিনি বলেন, মেয়ে শিশুটি পরিবারের সঙ্গে রূপনগর এলাকায় বাস করে। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। শুক্রবার সনি সিনেমা হলের কাছে একটি ঝোঁপের মধ্যে গুরুতর আহতাবস্থায় তাকে পাওয়া যায়। পথচারীরা এ অবস্থা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে মিরপুর মডেল থানার পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। মেয়েটি বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।

Advertisement

টিটি/এমএএইচ/জেআইএম