দেশজুড়ে

মধুখালীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত

ফরিদপুরের মধুখালী ট্রেনের ধক্কায় দুই নসিমন যাত্রী নিহত হয়েছে। এসময় আরো পাঁচজন আহত হয়েছে। সোমবার সাড়ে বিকেল ৪টার উপজেলার নওপাড়া ইউনিয়নের কামালদিয়ার লক্ষনদিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সোয়েব (৮) নওপাড়া ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের সাজ্জাদ খান সান্টুর ছেলে এবং নিহত ইমন হোসেন ইতুল (৭) একই গ্রামের গাফ্ফার হোসেনের ছেলে বলে জানা যায়। এ ঘটনায় আহত হলো নাছির (৪০), ফাহিম (১০), রনি সেখ (১০), আতর আলী মল্লিক (৩৫)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নসিমনে করে মাঠ থেকে ধানবোঝাই করে নসিমনে তারা বাড়িতে ফিরছিল। লক্ষণদিয়া গেট এলাকায় নসিমনটি রেলরাস্তা পার হওয়ার জন্য রেল ক্রোসিংয়ের উপর উঠে পড়ে। এসময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দিলে দুমড়ে ঘটনাস্থলেই সোয়েব নামে একটি শিশু মারা যায়। এসময় আরো পাঁচজন আহত হয়। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কবির সরদার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা একই গ্রামের। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় ইমন ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। এস এম তরুণ/এআরএ/এবিএস