৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নিবাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আমানুউল্লাহ আমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সোমবার বিকেলে রিটার্নিং অফিসার গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রত্যাহারের শেষ তারিখ ছিল সোমবার। চিলারং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে আলী হোসেন ও আমানুউল্লাহ আমান মনোনয়ন পত্র জমা দেয়। প্রত্যাহারের শেষ দিনে আলী হোসেন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার অপর প্রার্থী আমানুউল্লাহ আমানকে নির্বাচিত ঘোষণা করেন।রিটার্নিং অফিসার গোলজার হোসেন জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী হোসেন মনোনয়ন প্রত্যাহার করায় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাথী আমানুউল্লাহ আমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে।রিপন/ এমএএস/পিআর