অর্থনীতি

তীব্র গরমে পথচারীদের রুহ আফজা দিচ্ছে হামদর্দ

তীব্র গরমে সারাদেশে মানুষের নাভিশ্বাস অবস্থা। প্রচণ্ড দাবদাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। এ অবস্থায় রাজধানী ঢাকার ক্লান্ত-তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে শরবত রুহ আফজা পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ।

Advertisement

আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নির্দেশে রাজধানীজুড়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তারা জানালেন, রুহ আফজা সবার কাছে প্রিয় একটি শরবত। প্রচণ্ড গরমে রাস্তায় বেরিয়ে সবার প্রাণ যখন ওষ্ঠাগত, তখন পথচারীদের ডেকে ডেকে রুহ আফজা পান করাচ্ছে হামদর্দ। এর চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না।

বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে, নিয়মিত রুহ আফজা পান করলে শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ হয়। তাছাড়া রুহ আফজা পান করার মাধ্যমে হিট স্ট্রোক থেকেও রক্ষা পাওয়া যায়।

কেএসআর/জিকেএস

Advertisement