জাতীয়

পাটজাত মোড়ক ব্যবহার না করায় চট্টগ্রামে দুই অটো রাইস মিলকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বোয়ালখালী থানাধীন হাজীরহাট এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী। অভিযানে অংশ নেন চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ্র দাস।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুটি অটো রাইস মিলকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ২টি মামলায় ৩০হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রনীত বিধিমালা অনুযায়ী ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যা অসাধু ব্যবসায়ীরা মানছেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস

Advertisement