দেশজুড়ে

এক্সপ্রেসওয়েতে বেশি গতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন ৮ চালক

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে যানবাহনের গতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত চলা এ অভিযানে আট যানবাহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিআরটিএর চেয়য়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ও বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, গতিবিধি না মানায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এ সড়কে। এতে প্রাণহানি ও পঙ্গুত্বের বরণ করছে অনেকে। সচেতনতা ও বিধি মানার জন্য এ অভিযান পরিচালিত হয়। এসময়ে মহাসড়কে সর্বোচ্চ গতি তোয়াক্কা না করে ৯৫-১১৫ গতিতে যেসব যানবাহন চলাচল করে সেগুলোতে জরিমানার করা হয়েছে।

এছাড়াও অভিযানে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন, ঢাকা সার্কেলের বিআরটিএর সহকারী পরিচালক মো. মুছা, হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ, বিআরটিএর মুন্সিগঞ্জের মোটরযান শাখার পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিক/আরএইচ/এএসএম