দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার মালমাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। সোমবার রাত ২ টায় পৌর শহরের বলাকা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বীরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মশিউর রহমান জানান, মো. মিজানুর রহমান মিজানের পুরনো বই খাতা এবং ভাংরি দোকানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে রেজাউল করিম ও গোপাল দেব নাথের ফার্নিচারের দোকানে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে দিনাজপুর সদর এবং বোচাগঞ্জ উপজেলা থেকে অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তানা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো। এমদাদুল হক মিলন/এসএস/পিআর