দেশজুড়ে

পুনর্ভবা নদীতে নিখোঁজ ৩

দিনাজপুরের পুনর্ভবা নদীর মাঝাডাঙ্গা বাঙ্গিবেচার ঘাট এলাকায় তিনজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থলে তিনটি সাইকেল, তিন জোড়া স্যান্ডেল এবং তিনটি জামা পাওয়া গেছে।ধারণা করা হচ্ছে, ওই তিনজন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। এ সময় একটি মোবাইল ফোনও পাওয়া যায়। তবে মোবাইলটিতে সিম না থাকায় তাদের পরিচয় জানা সম্ভব হয় নি।দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি।এমদাদুল হক মিলন/এসএস/পিআর