পঁচা-বাসি খাবার সংরক্ষণসহ নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ময়মনসিংহের নতুন বাজার এলাকায় নাওয়াবিয়ানা হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ বিন ইকরাম এ জরিমানা আরোপ ও আদায় করেন।
এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা শাহ আলম হোসাইন, র্যাব কর্মকর্তা জাহিদ হাসান, সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আসিফ বিন ইকরাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের কারণে এ জরিমান করা হয়েছে। এসময় রেষ্টুরেন্টের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হোটেল মালিককে সতর্ক করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মঞ্জুরুল ইসলাম/এনআইবি/এমএস