পাবনার ঈশ্বরদীতে এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ৪৩ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। ঈশ্বরদীর ইতিহাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এরআগে ২০২৩ সালের ১৭ এপ্রিল উপজেলায় ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডআবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গত ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ বিরাজমান ছিল ঈশ্বরদীতে। তবে ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ৪২ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। একদিনের ব্যবধানে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হলো ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, ঈশ্বরদীতে আজ ৪৩ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরআগে ঈশ্বরদীতে এরচেয়ে বেশি তাপমাত্রা কখনো রেকর্ড করা হয়নি। গতবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
শেখ মহসীন/এসআর/এএসএম