দেশজুড়ে

ভৈরব স্টেশনে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৬ টি আসনের টিকেটসহ মমিন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (১ মে) দুপুরের দিকে ভৈরব স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটক মমিন মিয়া ভৈরব থানার জগন্নাথপুর গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জাগো নিউজকে জানান, ট্রেনের টিকেট চোরাকারবারিরোধে রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। দুপুরে ভৈরব স্টেশন এলাকায় উপপরিদর্শক (এসআই) নয়ন সরকার অভিযান চালিয়ে টিকেট চোরাকারবারী মমিন মিয়াকে বিভিন্ন ট্রেনের ১৬ আসনের ৯টি টিকেটসহ আটক করে।

তিনি আরও জানান, আটক চোরাকারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। টিকেট চোরাকারবারি রোধ ও যাত্রীদের নিরাপদ রেল ভ্রমণ নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

রাজীবুল হাসান/এনআইবি/জিকেএস