বিনোদন

সুখবর দিলেন আসিফ

বাংলা গানের এক সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। তাকে বাংলা গানের ‘যুবরাজ’ও বলা হয়। কয়েক দশকের ক্যারিয়ারে এখনো তিনি নিয়মিত শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন।

আসিফের জনপ্রিয়তা এপার বাংলা ছাপিয়ে ওপার বাংলার সংগীতপ্রেমীদেরও মন ছুঁয়েছে। এবার তিনি তার ক্যারিয়ারে আরও একটি সুখবর দিয়েছেন। আসিফ দুই বাংলা অতিক্রম করে বলিউডে যাত্রা করেছেন।

আরও পড়ুন

এআর রহমানের স্টুডিতে আসিফ, স্মরণ করলেন দেশীয় সংগীতাঙ্গনের কথা ১ যুগ পর আসিফ

বলিউডে অভিষেকের সুখবরটি আসিফ নিজেই দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়। গতকাল (২ মে) রাতে আসিফ এ সংক্রান্ত একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’

প্রিয় শিল্পীর এমন সুসংবাদ জানতে পেরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভ কামনা জানিয়েছেন। কয়েকদিন আগে মুম্বাই গেছেন আসিফ আকবর। সেখানে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে তার গান রেকর্ড হয়। তিনি সে কথাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।

এমএমএফ/এমএস