দেশজুড়ে

ঝালকাঠিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪১ জন

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৫৭ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধা কোটায়) বৃত্তি পেয়েছে ১৪১ জন। মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলায় বৃত্তি পেয়েছে ১৬১ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৩ জন এবং সাধারণ কোঠায় ১১৮ জন। নলছিটি উপজেলায় বৃত্তি পেয়েছে ১৬০ জনে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪২ জন এবং সাধারণ কোঠায় ১১৮ জন। রাজাপুর উপজেলায় বৃত্তি পেয়েছে ৭১ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩১ জন এবং সাধারণ কোঠায় ৪০ জন। কাঠালিয়া উপজেলায় বৃত্তি পেয়েছে ৬৫ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৫ জন এবং সাধারণ কোঠায় ৪০ জন। সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত উপজেলা ঝালকাঠি সদর এবং সর্বনিন্ম উপজেলা কাঠালিয়া। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, বেলা ১২ টার পর ওয়েবসাইটে বৃত্তির ফলাফল দেয়া হয়েছে। আমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি। উপজেলা ভিত্তিক স্ব স্ব শিক্ষা কর্মকর্তাকে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে। আতিকুর রহমান/এআরএ/এবিএস