দেশজুড়ে

৪৫ মিনিট অন্ধকারে বঙ্গবন্ধু সেতু

বিদ্যুৎ না থাকার অজুহাতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে পৌনে একঘণ্টা অন্ধকারে ছিল এশিয়ার অন্যতম সেতু বঙ্গবন্ধু সেতু। ফলে সেতুর উপর দুর্ঘটনা এড়াতে যানবাহন ধীর গতিতে চলাচল করেছে। এতে সেতুর দুই পাশেই যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এসময় ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এর সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎ না থাকার কারণে সেতুর সকল লাইট বন্ধ ছিল। তবে সেতু এলাকায় যথারীতি লাইট জ্বালানো ছিল।বিদ্যৎ আসামাত্র সেতুর সকল লাইট আগের মত জ্বলে উঠে দাবি করে তিনি বলেন, মূলত সেতুতে লাইট জ্বালানোর জন্য যে লাইন ব্যবহার করা হয় সেটিতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।তবে এক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে লাইট জ্বালানোর ব্যবস্থা না থাকায় সে সময় সেতুর উপর লাইট জ্বালানো সম্ভব হয়নি বলেও তিনি জানান।ভোগান্তির শিকার যানবাহনের চালকরা জানান, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এতে করে সেতুর উপর দুর্ঘটনা ঘটার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি সেতুর উপর সড়ক দুর্ঘটনার কারণে মন্ত্রীর ছেলে নিহত হওয়ার পর সেতু কর্তৃপক্ষ নানা উদ্যোগের কথা বললেও তা শুধুমাত্র লোক দেখানো বলেও তারা অভিযোগ করেন।আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস