শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মো. হায়দার আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (বাংলাদেশ সময়) বিকেল ৩টায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুস ক্যান্সারে বাংলাদেশে অনেকদিন যাবত ভুগছিলেন মো. হায়দার আলী। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়। মো. হায়দার আলী স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।মো. হায়দার আলী মনোনীত ও নির্বাচিত হয়ে টানা ২৮ বছর নড়িয়া পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চেয়ারম্যান এবং ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।মেয়রের মৃত্যুর খবর শুনে সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।মেয়র মো. হায়দার আলীর ছেলে কামরুল হাসান পাভেল জানান, তার বাবার মরদেহ বুধবার বাংলাদেশে আনা হবে। পূর্ব নড়িয়া গ্রামে এনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।মো. ছগির হোসেন/বিএ