আবারও গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। শুক্রবার রাতে গাজায় বিমান হামলা চালায় দেশটি। বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।আগস্ট মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম হালমা চালালো ইসরায়েল। শুক্রবার হামাসের একটি ঘাঁটি লক্ষ্য করে কয়েকবার বিমান হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান।ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার পর এর প্রতিক্রিয়ায় তারা বিমান হামলা চালিয়েছে।গাজার খান ইউনিস এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা অন্তত দুই বার বিস্ফোরণের শব্দ শুনেছেন। এএফপির বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।এর আগে জুলাই-আগস্ট মাসে সাত সপ্তাহের তুমুল যুদ্ধের পর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে যায়। সে সময় প্রায় ২ হাজার ২০০ মানুষ নিহত হয়। এদের অধিকাংশ সাধারণ ফিলিস্তিনি।