সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় শনিবার লাগা আগুন দুইদিনে প্রায় আড়াই কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত হয়ে পড়েছে। রোববার (৪ মে) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনবিভাগের প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী।
এসময় স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে করণীয় সম্পর্কে সকলকে নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে রাতে সাংবাদিকদের সঙ্গে আগুনের বিষয়ে ব্রিফিং করার কথা রয়েছে আমির হোসেন চৌধুরীর।
আরও পড়ুন
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিনএদিকে, আগুন নেভাতে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় কাজ করেছেন নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ, বনবিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবী ও গ্রামবাসী। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দিয়েও আগুন নেভাতে দেওয়া হয় পানি। সন্ধ্যা থেকে আগুন নেভানোর কাজ বন্ধ করা হয়। সোমবার সকাল থেকে পুনরায় কাজ শুরু হবে।
আরও পড়ুন
পূর্ব সুন্দরবনে আগুনতবে বনবিভাগ কর্মকর্তারা জানিয়েছেন, আগুন না নিভলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে বড় কোন গাছপালা নয়, পুড়ছে ঝরে পড়া পাতা, ছোট লতাপাতার গুল্ম জাতীয় উদ্ভিদ। এতে বনের খুব বেশি ক্ষতির আশংকা নেই বলে দাবি বনবিভাগের।
নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটির লেঃ কমান্ডার আরাফাতুল আরেফিন, আগুন যেন চারপাশে ছড়াতে না পারে সেজন্য ইতিমধ্যেই ফায়ার লাইন কাটা হয়েছে। তবে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে জ্বলতে থাকা এ আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে আরও দুই থেকে তিন দিন।
আবু হোসাইন সুমন/এনআইবি/জিকেএস