দেশজুড়ে

রাতেও চলবে নির্বাপণ কাজ, জৈব পদার্থের কারণে ছড়াচ্ছে আগুন

রোববার (৫ মে) রাত ৯টা থেকে আবারও সুন্দরবনে শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। বনবিভাগের দুটি টিমের ২০ সদস্যের নেতৃত্ব বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি কর্মীরা পালাক্রমে রাতভর ধরে চালাবেন এ কার্যক্রম।

বনবিভাগ সূত্রে জানা যায়, এরই মধ্যে আগুন বিস্তৃতি ঘটেছে বনের ৪-৫একর এলাকা জুড়ে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহুর্তে গাছপালার কোথাও কোনো আগুন দেখা যাচ্ছেনা বলে জানিয়েছে বন কর্মকর্তারা।

আরও পড়ুন

সুন্দরবনে নেভেনি আগুন, পরিদর্শনে প্রধান বনসংরক্ষক

তারা জানান, মাটির ওপরের আগুন নিভে গেছে। তবে নিচে আগুন থাকতে পারে। তাই নতুন করে যেন ছড়িয়ে না পড়ে সেজন্য রাতে পানি স্প্রে করা হচ্ছে।

আরও পড়ুন

পূর্ব সুন্দরবনে আগুন

এদিকে প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সুন্দরবনের অগ্নিকাণ্ডস্থল করেছেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, বনের ৪-৫একর এলাকার গুল্ম জাতীয় লতাপাতায় এ আগুন লাগে। এখন ওপরে কোনো আগুন নেই। তারপরও নিচের আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য সন্ধ্যায় ২০সদস্যদের দুটি টিম করে দেওয়া হয়েছে। একটি রাত ৯টায় শুরু করে ১২টা আর অপরটি ১২টার পর থেকে পাম্প দিয়ে পানি স্প্রে করবে। আগামী তিনদিন আগুন পর্যবেক্ষণে রেখে নির্বাপক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি জানান, সুনির্দিষ্ট করে বলা না গেলেও মূলত ঝরে পড়া পাতার ৭-৮ ইঞ্চি পুরু জৈব পদার্থের লেআউট থেকেই এ আগুনের বিস্তার ঘটছে।

তিনি আরও বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। খালি চোখে কোথাও আগুন দেখা যাচ্ছেনা। রাতে আগুন ভাল দেখা যায়, তাই দেখামাত্রই যাতে নির্বাপক করা যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (৬ মে) সকাল থেকে পুনরায় ফায়ার সার্ভিসসহ অন্যান্যরা আবারও আগুন নির্বাপণের কাজ শুরু করবেন।

এছাড়া সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক।

আবু হোসাইন সুমন/এনআইবি/জিকেএস