ভোলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মো. মহিবুল্লাহ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার ইলিশা ও বরিশালের মেহেন্দীগঞ্জের বাহাপুরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিবুল্লাহ ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালুপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্বজনরা জানান, কৃষক মহিবুল্লাহ মাঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ তার পাশে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এসআর