দেশজুড়ে

মাগুরায় ইউপি নির্বাচন নিয়ে উৎকণ্ঠা

মাগুরার শ্রীপুর উপজেলায় ৩য় ধাপের ইউপি নির্বাচন নিয়ে প্রার্থী, সমর্থক ও কর্মীদের মনে উদ্বেগ উৎকণ্ঠা দানা বেধেছে। এ উপজেলার ৮ ইউনিয়নের আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও সমর্থকদের প্রভাবে অন্যান্য প্রার্থী ও সমর্থকরা কোণঠাসা হয়ে পড়েছেন। ফলে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের বিষয়ে প্রার্থী ও সাধারণ ভোটারদের উদ্বেগ উৎকণ্ঠা দিন দিন বাড়ছে। কোথাও নৌকার ভোট কম হলে খবর আছে আবার কোথাও চেয়ারম্যান ভোট প্রকাশ্যে দিতে হবে বলেও অভিযোগ উঠেছে।     শ্রীপুর সদর ইউনিয়নের বিএনপি দলের প্রার্থী ধানের শীষ প্রতীকের এনামুল হক পান্নু তখলপুর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাকে ও তার পরিবারের অন্যান্যদের খুন জখমসহ নানা প্রকার হুমকি ধামকি দেয়া হচ্ছে। নির্বাচনী প্রচার কাজে বাধা দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে চরম নিরাপত্তাহীনতা ও এলাকায় নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগ তুলেছেন এ প্রার্থী। একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখেরুজ্জামান বিশ্বাস সন্ত্রাস আতঙ্ক প্রতিরোধ করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদনপত্র পাঠিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রী, মহাপুলিশ পরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সাংবাদিকদের অনুলিপিও দিয়েছেন আখেরুজ্জামান বিশ্বাস।কাদিরপাড়া ইউনিয়নের বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের তিতাস আহমেদ কেবুকেও হুমকি ধামকিসহ প্রচারণায় বাধা বিঘ্ন সৃষ্টি করে চাপের মধ্যে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নাকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়ার কর্মীদের বিরুদ্ধে বেনামী দরখাস্ত দিয়ে পুলিশি তদন্তের চাপের মধ্যে রাখা হয়েছে। এছাড়াও এ ইউনিয়নে প্রকাশ্যে চেয়ারম্যান ভোট দেয়ার হুমকি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।    গয়েশপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের ইউসুফ আলী মন্ডলের প্রচার কাজেও প্রকাশ্যে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। ইতোমধ্যে তার কর্মী স্থানীয় আ.লীগ নেতা নেকবর হোসেন, বাহারুল ইসলাম, গোলাম রসুলসহ অন্যান্য কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি আনারস প্রতীকের কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি খামারপাড়া বাজারে তার নিজস্ব অফিসে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মিথ্যা মামলা দিয়ে ক্ষমতাশীন দলের প্রার্থীর বিপক্ষের প্রার্থী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে। সব মিলিয়ে আসন্ন শ্রীপুর উপজেলার ইউপি নির্বাচন নিয়ে নৌকা প্রতীকের বিপক্ষের প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ করার উদ্দেশ্যে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাগুরা জেলা প্রশাসক মুহ মাহবুবর রহমান, পুুলিশ সুপার একেএম এহসান উল্লাহ প্রধান ও বিশেষ অতিথি ছিলেন। এ সভায় বর্তমান চেয়ারম্যান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মুহিদ, কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি, মো. শাহজাহান মিয়া এবং আ.লীগ নেতা বিদ্রোহী প্রার্থী আখেরুজ্জামান প্রমুখ ভোট কারচুপি ও অনিয়ম প্রতিরোধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এদিকে মাগুরার পুলিশ সুপার রোববার (১৭ এপ্রিল) দুপুরে জেলা সদরে সাংবাদিকদের বলেন, শ্রীপুর উপজেলার নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ বিভিন্ন পরিকল্পনা ও প্রদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোরালো আশ্বাস দিলেও সরকার দলীয় প্রার্থী ও কর্মীদের আচার আচরণের কারণে এখন পর্যন্ত কেউ আশ্বস্ত হতে পারছেন না। ফলে আসন্ন ৩য় ধাপের ইউপি নির্বাচন নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকদের মনে উদ্বেগ উৎকণ্ঠা দানা বেধেই থাকছে। আরাফাত হোসেন/এসএস/এমএস