মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে ফুপাতো ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। তার প্রভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সুদেব সাহা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় নির্দেশনা উপেক্ষা করে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ফুপাতো ভাই ইসরাফিল হোসেন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
প্রধানমন্ত্রী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য দলীয় মনোনয়ন বন্ধ করে প্রার্থী হওয়ার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আরেকটি নির্দেশনা আছে মন্ত্রী-এমপিদের আত্মীয়-স্বজন প্রার্থী হতে পারবে না। সবকিছু উপেক্ষা করে সংসদ সদস্য জাহিদ মালেক বিভিন্ন প্রচার-প্রচারণায় আকার ইঙ্গিতে ভোট চাইছেন। একই সঙ্গে মেম্বার-চেয়ারম্যানদের ডেকে নিয়ে তার ভাইয়ের পক্ষে কাজ করার নির্দেশ দিচ্ছেন।
সুদেব সাহা বলেন, সোমবার (৬ মে) সদর উপজেলা ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা করে জাহিদ মালেক সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলেছেন। যেটা খুব কষ্ট লেগেছে। কারণ আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সুদেব সাহা আরও বলেন, তার কর্মী-সমর্থকদের ডেকে নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি নির্বাচন না করলে দলীয় পদ-পদবি থাকবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুপাতো ভাই সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেনসহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতপ্রার্থী।
বি এম খোরশেদ/আরএইচ/এমএস