গণমাধ্যম

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

চট্টগ্রামে অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিকালে দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরা পারসন মাসুদসহ আরও দুই সাংবাদিকের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, যুগান্তর ও এনটিভির প্রতিনিধি সুভাষ চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বিটিভি ও সকালের খবরের প্রতিনিধি মোজাফফর রহমান। মানববন্ধন পরিচালনা করেন গাজী টিভি প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ, সময়ের খবর ও নিউ নেশনের জেলা প্রতিনিধি রুহুল কুদ্দুস, একাত্তর টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জি, এসটিভি ও রাইজিং বিডির জেলা প্রতিনিধি শাহিন গোলদার, দৈনিক পত্রদূতের বার্তার সম্পাদক ও বাংলা মেইল টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, যমুনা টিভির আহসানুর রহমান রাজিব, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিধি মো.আসাদুজ্জামান, দৈনিক খুলনাঞ্চল ও পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল, বিজয় টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, দৈনিক পত্রদূতের মীর মোস্তাফা আলী, আব্দুর রহিম, দৈনিক যুগের বার্তার খন্দকার আনিস, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, দৈনিক কাফেলার আব্দুর রহমান ও আসাদুল ইসলাম, দৈনিক কালের চিত্রের সেলিম হোসেন, জয় টিভির রাহাত রাজা, মিঠু প্রমুখ।এ সময় বক্তারা সাংবাদিকদের উপর নির্যাতনকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আকরামুল ইসলাম/এসএস/পিআর