চুয়াডাঙ্গার দামুড়হুদার নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ শফিউল আলম (৪০) নামে এক স্বর্ণ চোরাচালানিকে আটক করেছে বিজিবি। বুধবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক শফিউল আলম উপজেলার নাস্তিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। বিজিবি জানায়, বুধবার সকালে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে নাস্তিপুর কবরস্থানের কাছে ওৎ পেতে ছিল। এ সময় দর্শনা থেকে ছেড়ে আসা সীমান্তগামী একটি মোটরসাইকেলকে গতিরোধ করে শফিউল আলমকে আটক করে। মোটরসাইকেল তল্লাশি করে স্বর্ণের ২টি বার উদ্ধার করে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এর পরিচালক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সালাউদ্দিন কাজল/এসএস/আরআইপি