দেশজুড়ে

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ায় একটি ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।ভবের চর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ জানান, সকাল ৬টার দিকে ওই এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পাংচার চাকা মেরামত করছিলেন। তখন ঢাকাগামী অপর একটি ট্রাক ওই ট্রাকে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ট্রাকের চালক ও হেলপারের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি বলে জানান এএসআই আশরাফ।