গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ১৩ জন। ওই বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ শিক্ষার্থী। তবে তাদের একজনও পাস করেনি।
রোববার (১২ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়টির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম মিয়া বলেন, ‘১৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। একজনও পাস করেনি। রেগুলার ৯ জনের আটজনই গণিতে ফেল। বাকি একজন ইসলাম ধর্মে। গণিতের শিক্ষক আমার এ সর্বনাশ করেছে। নিয়মিত উনি স্কুলে আসতেন না। আসলেও ক্লাস ফাঁকি দিয়েছেন।’ তিনি আরও বলেন, গতবছর পরীক্ষা দিয়েছিল ১৬ জন। পাস করে ১৩ জন। তার আগের বছর ২১ জন পরীক্ষাি দিয়ে পাস করেছে ১৭ জন। এরকম ভরাডুবি কখনো হয়নি আমার স্কুলে। তবে বিদ্যালয়ে মামলা থাকায় তিনিও বেশি সময় দিতে পারেননি বলে জানান।
এসআর/জিকেএস