দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন

চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন। তৃতীয়বারের মতো তিনি এ পুরষ্কার অর্জন করেছেন।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সাজ্জাদ হোসেনকে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার ছাইদুল হাসান।

জানা যায়, শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেওয়া অপরাধীদের আটক, মামলা গ্রহণ, রেকর্ড পরিমাণ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার, বিচারে সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, আমি চেষ্টা করেছি সবসময় মানুষকে সেবা দেওয়ার। এছাড়া আমি সর্বদা মাদকের বিরুদ্ধে। এ পুরস্কার আমাকে আরও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে।

২০২৩ সালের ৯ ডিসেম্বর সাজ্জাদ হোসেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। এরইমধ্যে তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন তিনি।

সোহান মাহমুদ/এনআইবি/এএসএম