কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলো, লিপন (৬) ও মেহেদী হাসান (৮)। লিপন ওই এলাকার রাশেদের ছেলে ও মেহেদী হাসান মাঈদুলের ছেলে।
বেগমগঞ্জ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া জানান, পুকুরে গাছের গুঁড়িতে উঠে খেলার সময় দুই শিশু ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস