তৃতীয় দফা ইউপি নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র দুইদিন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪টির ২টি ও বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউপিতে স্ব স্ব প্রার্থীর সমর্থকরা তাদের নিজ নিজ এলাকায় রাত জেগে ভোট পাহারা দিচ্ছেন।এসব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপির দলীয় প্রার্থীর বাইরে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের উৎকণ্ঠা ততটাই বাড়ছে। মাঠের ও ভোটের লড়াইয়ে কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছেন না।সন্ধ্যার পর থেকেই প্রতিটি ইউপির স্ব স্ব প্রার্থীর সমর্থকরা তাদের এলাকার গুরুত্বপূর্ণ স্থানে জোট বেঁধে পাহারা দিতে থাকে মধ্যরাত পর্যন্ত। সেইসঙ্গে মোটরসাইকেল নিয়েও টহল দিতে দেখা যাচ্ছে অনেককে। অপরিচিত কাউকে দেখলে যাচাই-বাছাই করা হচ্ছে সে কার সমর্থক।এছাড়া নির্বাচনী এলাকাগুলোর দোকান-পাঠ, হাট-বাজার ইত্যাদিত স্থানে একই আলোচনা ইউপি নির্বাচনে কে হচ্ছেন কোন এলাকার আগামী দিনের অভিভাবক। চেয়ারম্যান প্রার্থীদের আলোচনার সঙ্গে সমানতালে আলোচনায় রয়েছে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদ প্রার্থীরা।রাত জেগে ভোট পাহারা দেয়া হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে প্রার্থীদের সমর্থকরা বলেন, ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তাই শেষ মূহূর্তে কেউ যেন তাদের পক্ষের ভোটারদের টাকার লোভ বা ভয়ভীতি দেখিয়ে স্বার্থ উদ্ধার করতে না পারে সে জন্যই এ পাহারা। কারণ আমরা চাই একজন ভালো মানুষ আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে আসুক।নির্বাচনী এলাকায় প্রচার মাইকের আনা গোনায় সরগরম হয়ে উঠেছে। তাছাড়া সর্বত্রই শুধু পোস্টার আর পোস্টার। আচরণবিধি না মেনে আঠা দিয়ে লাগানো হচ্ছে বাড়ির দেয়াল-বেড়া, বিদ্যুতের খুটি, দোকান-পাঠের বেড়ায় এ যেন এক অন্য রকম প্রতিযোগিতা।পাশাপাশি রয়েছে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের বিরুদ্ধে পাল্টাপল্টি নানা অভিযোগ। তবে এবারের নির্বাচনে শেষ হাসি কে হাসে বা কার গলায় ওঠে বিজয়ের মালা সে অপেক্ষায় দুই উপজেলার ৯টি ইউপির ভোটারবৃন্দসহ দেশবাসী।আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচর এবং বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি, নবাবপুর, ইসলামপুর, বহরপুর, নারুয়া, জামালপুর ও জঙ্গল ইউপিতে।উল্লেখ্য, তৃতীয় দফা ইউপি নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি (গোয়ালন্দে ৪টি ইউপি ও বালিয়াকান্দির ৭টি ইউপি) উপজেলার ১১টি ইউপির মধ্যে ৯টি ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে চলতি মাসের ২৩ এপ্রিল। তবে গোয়ালন্দ উপজেলার ৪টি ইউপির দেবকগ্রাম ও দৌলতদিয়া ইউপিতে আইনি জটিলতায় নির্বাচন স্থগিত রয়েছে।এছাড়া বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ক্ষিরোদ বরণ বসু মনোনয়ন প্রত্যাহার করে নেয়াতে ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন।রুবেলুর রহমান/বিএ