গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদ বাবু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ মে) বিকেলে উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাদ বাবু ওই গ্রামের হাবিব-মৌসুমী দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয়রা জানায়, শিশুটি বাইরে খেলাধুলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ি পেছনে পুকুরের পানিতে ভাসতে দেখেন মা। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
নাকাই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। শিশুটি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এনআইবি/জিকেএস